গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের এগিয়ে আসতে হবে – সামিয়া বেগম চৌধুরী

5
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়দাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী

বাংলাদেশ জাতীয়দাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী মহিলা দল গঠন হয়েছিল নারীদের রাজনীতির মূলধারায় এগিয়ে নিয়ে আনার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দল গঠন ছিল অন্যতম। তাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর দাড়িয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর দলের ভারপ্রাপ্ত সভাপতি মিনারা হোসেনের সভাপতিত্বে সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া রহমান, সাংগঠনিক সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন, প্রচার সম্পাদিকা হাফসা খানম, সদস্য আনোয়ারা খানম, শেফালী জামান প্রমুখ। বিজ্ঞপ্তি