শরতের মেঘপরী

15

কৌশিক সূত্রধর

নীল আকাশে ভাসছে দেখো শুভ্র মেঘের তরী,
সেথায় বসে উড়ছে কত ফুটফুটে মেঘ পরী।
ফসলের ঐ নাচন দেখে উঠলো তারা মেতে,
ছুটলো তারা হাওয়ায় উড়ে আমন ধানের খেতে।

নদীর ধারে কাশের বনে এলো যে তারা ছুটি,
কাশ ফুলের ঐ শুভ্রতাতে বাঁধলো তারা জুটি।
মুক্তার মতন চমক হাসিতে উঠালো সূর্য দিনে,
শিউলি ফুলে নাড়া দিয়ে ঝরালো শিশির তৃণে।

নরম রোদে তাল গাছেতে বসলো তারা দলে,
পাকা তালের মিষ্টি ঘ্রাণে, দারুণ মজার বলে।
জ্যোৎস্না মাখা চাঁদনী রাতে হাত রেখে হাতে,
গাইলো তারা শরৎ গীতি সুর তুলে একসাথে।