সিলেটে বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালন, র‌্যালী ও সভা

4
বিশ্ব ফিজিওথেরাপী দিবস উপলক্ষে জালালাবাদ রোটারী হাসপাতাল ও রোটারি ক্লাব অব জালালাবাদের যৌথ উদ্যোগে নগরীতে র‌্যালী বের করা হয়।

৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপী দিবস। বিশ্বের ১২৫ দেশে একযুগে এই দিনে ফিজিও থেরাপী দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালিত হচ্ছে। ‘লং কোভিডে আক্রান্তদের চিকিৎসা, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে ফিজিও থেরাপীর ভূমিকা অপরিসীম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ৮ সেপ্টেম্বর সকালে সিলেট নগরীর কুমারপাড়া মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারী হাসপাতাল ও রোটারী ক্লাব অব জালালাবাদের যৌথ উদোগে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালী পরবর্তী সভায় বক্তারা বলেন, দীর্ঘ মেয়াদী ব্যথা, অসারতা সহ এ ধরনের রোগ নিরাময়ে বিশ্বব্যাপী ফিজিও থেরাপী একটি স্বীকৃত, কার্যকরি ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। থেরাপীর মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক সুস্থতা প্রদান সম্ভব। বক্তারা এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাছাড়া বক্তারা এই মহামারির সময়ে অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন সাবান পানি নিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
জালালাবাদ রোটারী হাসপাতালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারি ডিষ্ট্রিক্টের সদ্য প্রাক্তন জেলা গভর্ণর রোটারিয়ান অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
সভায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, জালালাবাদ রোটারি হাসপাতালের থেরাপীস্ট মামুনুর রশীদ। ধন্যবাদ বক্তব্য রাখেন জালালাবাদ রোটারী হাসপাতালের সেক্রেটারী পিপি রোটারিয়ান শফিক আহমদ বখত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব জালালাবাদের পিপি রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তাপাদার, রোটারিয়ান মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান মো. আরশাদ আলী, হাসপাতালের চীফ কনসালটেন্ট সাইদুর রহমান সহ অন্যান্য রোটারিয়ান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি