ডিসি অফিস প্রাঙ্গণে ৪টি মামলার মাদকদ্রব্য ধ্বংস

4

স্টাফ রিপোর্টার :
সিলেটে বিচারাধীন ৪টি মাদক মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে বাকী আলামতগুলো আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস চত্ত্বরে পরিত্যক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে এই আলামত ধ্বংস করা হয়।
পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এসএমপি কোর্ট মালখানার ইনচার্জ এসআই মোঃ আইয়ুব আলী সিলেট মহানগর দায়রা জজ আদালতের ৪টি মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে বাকি (৫৪৭ লিটার চোলাই মদ) আলামত ধ্বংস করার জন্য এসএমপি সহকারী পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) মাধ্যমে আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ১১ মার্চ মহানগর দায়রা জজ আদালত উক্ত আলমতগুলো ধ্বংস করার জন্য আদেশ প্রদান করেন।
সিলেটের মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদনক্রমে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উল্লেখিত আলামত সমূহের নমুনা সংরক্ষণ করে বাকী আলামত বিধি মোতাবেক ধ্বংস করার জন্য সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য় আদালত) মোঃ সুমন ভূঁইয়াকে নিয়োগ করেন। সেই মোতাবেক গতকাল শনিবার ২৮ আগষ্ট বিকেল ৫ টায় সিলেট জেলা প্রাশাসকের কার্যালয়ে অবস্থিত পরিত্যক্ত বিল্ডিং-এর উত্তর পাশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য় আদালত) মোঃ সুমন ভূঁইয়ার উপস্থিতিতে বিচারাধীন ৪টি মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে বাকী ৫৪৭ লিটার চোলাই মদ ড্রেইনে ঢেলে দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক আমিনা খাতুন, কোর্ট মালখানায় কর্মরত এসআই মোঃ আইয়ুব আলী, এএসআই মোঃ ওসমান, কনষ্টবল পিযুষ রঞ্জন বিশ্বাস, কনষ্টবল মোঃ রাসেল মিয়া, কনষ্টবল মোঃ আশুক আলী ধ্বংসের কার্যক্রমে অংশগ্রহণ করেন।