স্বাপ্নিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ॥ দৈনন্দিন জীবনে মুক্তিযুদ্ধের চেতনা চর্চার আহ্বান

191
স্বাপ্নিক ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

গত ১৬ ডিসেম্বর সোমবার স্বাপ্নিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়। সকাল ৭টায় সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিজয় র‌্যালীর করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৩টায় কাজলশাহ মাক্কুমিয়া রোড সংলগ্ন খেলার মাঠে সংগঠনের পরিচালক ইন্দ্রানী সেন শম্পার সভাপতিত্বে এবং নাট্যকর্মী বর্ণা ব্যানার্জী সঞ্চলনায় আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল খালিক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হেলেন রানী চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আহমেদ মুরন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুহেল বাছিত, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান পিংকু, বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, মায়াময়ী সংঘের সাধারণ সম্পাদ সাগর সেন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলার সহ-সভাপতি সাবিত্রী সেন, সহ-সাধারণ সম্পাদক রিতা আক্তার, কাজল আহমদ, মোঃ আনু মিয়া, রুপক দত্ত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি