স্টাফ রিপোর্টার :
আন্ত:নগর কালনী এক্সপ্রেস থেকে গতকাল বুধবার সকালে মহিলার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ নিয়ে ট্রেনের যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে শেষ পর্যন্ত ট্রেনের দায়িত্বরত টিটি তাদের অভিযোগ নিতে বাধ্য হন।
যাত্রীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে গতকাল বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের ‘খ’ কম্পার্টমেন্টের যাত্রী ছিলেন-নগরীর দক্ষিণ কাজলশাহ ১৮৩ নম্বর বাসার আব্দুল হাকিম ও তার কন্যা রেহেনা খন্দকার। ট্রেনে তাদের পিছনের সিটে যাত্রীবেশে একটি ছেলে বসে। মোগলাবাজার স্টেশন এলাকায় যাবার পর ছেলেটি আকস্মিক সিট থেকে উঠে মেয়েটির গলায় থেকে তার স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে।
উপস্থিত ট্রেনের যাত্রী সাংবাদিক মুহিবুর রহমান জানান, এ সময় ট্রেনের গতিও কিছুটা কম ছিল। ঘটনার পর কর্তব্যরত টিটি ও জিআরপি পুলিশ মেয়েটির অভিযোগ নিতে রাজি হয়নি। পরে যাত্রীদের চাপে সংশ্লিষ্টরা অভিযোগ নিতে বাধ্য হন। যাত্রীদের বরাত দিয়ে মুহিবুর রহমান আরো জানান, সকালের ট্রেনে এ রকম ঘটনা প্রায়শ ঘটছে। কিন্তু সংশ্লিষ্টরা এ ব্যাপারে জোরালো কোন পদক্ষেপ নিচ্ছেন না।
জানা যায়, রেহেনা খন্দকার বার কাউন্সিলের সনদ পরীক্ষায় অংশ নিতে গতকাল পিতার সাথে ঢাকায় যাচ্ছিলেন ।