সিলেট লেখিকা সংঘের আলোচনা সভা

16

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধনীতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট লেখিকা সংঘের এক ভার্চুয়াল সভা ২৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি হোসনে আরা বেগম কলি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি বিনতা দেবী, কবি বিলকিস আক্তার সুমি, কবি শামীমা আক্তার ঝিনু, কবি সেনোয়ারা বেগম চিনু ও শিপারা বেগম শিপা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নাঈমা চৌধুরী এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করা হয়।
এ ছাড়াও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন নিয়ে আলোচনা হয় এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি