জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বৈকুন্ড মহাজনের কাঠের তৈরী দু-তলা বাড়ীটি বুধবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, আমলশীদ গ্রামের প্রায় দেড়শ বছরের পুরাতন নির্দশন বৈকুন্ড মহাজনের কাঠের দু-তলা বিশিষ্ট ঘরে বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু আরও বলেন, বাড়ির বর্তমান মালিক ফারুক আহমদ বেশ কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছেন। এলাকার লোকজনের ধারণা তিনি নিজেই তার বসতঘরে আগুন লাগিয়েছেন। ফারুক আহমদের বৃদ্ধা মা সহ পরিবারের লোকজনও পুলিশকে এমনটাই জানিয়েছেন।
ফারুক আহমদের এক প্রতিবেশী জানান, বুধবার রাত ৯টার দিকে ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে এসে ফারুক আহমদের বসতঘরে আগুন দেখে তা নিভাতে চাইলেও ফারুক আহমদ আগুন নেভাতে বাধা দেন। এ কারণে এলাকার লোকজন ধারণা করছেন, হয়তো ফারুক আহমদ নিজেই তার বসতঘরে আগুন দিয়েছেন।
জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।