হাসান মাসুদ
আজকে যখন সকাল হলো
শুক্রবারের দিনটায়,
ভেবেছিলাম মেলায় যাব
বেলা দুপুর তিনটায়।
গতবছর হয়নি যাওয়া
বউয়ের হেলাফেলায়,
এই বছরটা পণ করেছি
যাব-ই বইমেলায়।
তাই সেজেগুজে পাঞ্জাবীতে
চিনিয়ে দিলাম জাতকে,
বউয়ের চোখ চড়কগাছ
মন উঠেছে আঁতকে।
আমার এসব ভাল্লাগেনা
বলছিল রেগে কাল সে,
কবি-টবি ভূত-ভবিষ্যৎ
জাত-ধর্মটাই আলসে।
বলেছি যেই মেলায় যাব
ধরেছি যেই বায়না,
সেই থেকে বৌ গোমড়ামুখে
দু’দিন ধরে খায়না।