স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে তবে বেড়েছে মৃত্যু। এ সময় ১২ জনের মৃত্যু ও ১৮১ জন শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৬ জন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ২৩০ জন আক্রান্ত হয়েছিল।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ১৮১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৩৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৭, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ২৩৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৪৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ১৮১ জন করোনা আক্রান্ত রোগীর ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৩ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ১৬ শতাংশ। যার ১৪ দশমিক শূন্য ৩ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১২ দশমিক ৫০ শতাংশ, হবিগঞ্জে ১১ দশমিক ২৫ শতাংশ ও মৌলভীবাজারে ১২ দশমিক ৫৪ শতাংশ।