প্রতিবন্ধীরা সুস্থ সবল মানুষের মত সর্বস্থানে সুনাম অর্জন করছেন ——- মেয়র আরিফুল হক চৌধুরী

7

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের আপনজন, সম্পদ। তাদেরকে প্রতিষ্ঠিত ও মানব সম্পদে রূপান্তর করতে সবসময় সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। প্রতিবন্ধীরা সুস্থ-সবল মানুষের মত সর্বস্থানে সুনাম অর্জন অব্যাহত রেখেছে। এতে দেশ-জাতির ভাবমূর্তি বিশ^ দরবারে উজ্জ্বল হচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। তিনি সফলতার ধারা অব্যাহত রাখার আহবান জানান।
মেয়র আরিফ গতকাল ৬ অক্টোবর রবিবার বিকালে গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদশন কালে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থী কামরান হোসেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মঞ্চ কুড়ি পদক অনুষ্ঠানে সিলেট জেলা মধ্যে ক্ষমতা সম্পন্ন হিসেবে মঞ্চ কুড়ি পদক লাভ ও শিক্ষার্থী রুকসানা বেগম এবং সমির রঞ্জন বিশ^াস বাংলাদেশ টেলিভিশনে অডিশন দেয়ায় তাদেরকে ধন্যবাদ জানাতে মেয়র আরিফ জিডিএফ’র কার্যলয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, হিসাব রক্ষক নমিতা রাণী দে, শিক্ষক সাবিনা ইয়াসমিন ও জিডিএফ’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি