তদন্ত কমিটি করতে যাচ্ছে আওয়ামীলীগ ॥ মাদক ও ইয়াবা ব্যবসায়ী তোতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে নির্যাতিতরা

6

কানাইঘাট থেকে সংবাদদাতা :
দলের পদবী নিজ স্বার্থে ব্যবহার করে কানাইঘাটের সীমান্তবর্তী সুরাইঘাট এলাকায় বেপরোয়া চোরাচালান সহ মদ, ইয়াবা, জাল টাকার ব্যবসা, জমি দখল সহ নানা অপকর্মের ঘটনার সাথে জড়িত সর্বশেষ সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্ছিতকারী তোতা মিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। স্থানীয় সাংবাদিকরা তোতা মিয়া কর্তৃক সরকার ও আওয়ামীলীগের নাম ভাংগিয়ে নানা অপকর্মের বিষয়টি লিখিত ভাবে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানানোর পর তার এসব দলবিরোধী কর্মকান্ড খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। গত শনিবার কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান তাদের বক্তব্যে বলেন, আওয়ামীলীগের পদ পদবী ব্যবহার করে কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তোতা মিয়া কর্তৃক সাংবাদিকদের উপর হামলা তার বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ ও সম্প্রতি সময়ে পত্রপত্রিকায় তোতা মিয়ার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তোতা মিয়া বর্তমানে জেল হাজতে থাকায় তার নানা অপকর্মের ঘটনা বেরিয়ে আসতে শুরু করেছে। চোরাকারবারী ও কয়েকটি মাদক, ইয়াবা মামলার আসামী তোতা মিয়ার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তার হাতে নির্যাতন ও মিথ্যা মামলা হামলার শিকার অনেকে। তোতা মিয়াকে দল থেকে বহিষ্কার করার জন্য ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দেখা করে তোতা মিয়ার দল ও সরকার বিরোধী কর্মকান্ড অবহিত করেছেন।