হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে ড্রাইভার নিহত

5

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পূর্ব ফান্ডাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাড়িতে ছুটিতে আসা বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরী (৪০) নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র। তিনি ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও গ্রামবাসীর কাছ থেকে জানা যায়, ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে পূর্ব ফান্ডাইল গ্রামে পূর্ব ফান্ডাইল জামে মসজিদের প্রতিষ্ঠা হয়। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও গ্রামবাসীর সহযোগিতায় মসজিদটির ব্যাপক উন্নয়ন হয়। সম্প্রতি মসজিদটিকে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয় গ্রামবাসী। ইতিমধ্যে মসজিদ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। মসজিদটি নির্মাণের টাকা রাখা হয় লন্ডন প্রবাসি সাইফুল ইসলাম সেফুলের কাছে। মসজিদ নির্মাণের সকল তত্ত্বাবধানের দায়িত্বেও রয়েছেন তিনি। এ সুযোগে পূর্ব ফান্ডাইল জামে মসজিদের নাম পরিবর্তন করে নিজের বাবার নামে নতুনভাবে নামকরণের পাঁয়তারা করেন লন্ডন প্রবাসী সেফুল। এতে গ্রামবাসীর সাথে লন্ডন প্রবাসী সেফুলের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে। রবিবার থেকে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস শুরু হয়। ওইদিন রাতে ওরস চলাকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুত্বর আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফজাল চৌধুরীকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।