করোনায় ২৪ ঘন্টায় সিলেটে ১২ জনের মৃত্যু, ২০০ জন শনাক্ত

3

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রাস্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২০০ অন করোনায় আক্রান্ত রোগী। আর সুস্থ হয়েছেন ৩৪২ জন।
গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ২০০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৪১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ২৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯০০, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ১৩১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৪৪৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৩১১ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ২০০ জন করোনা আক্রান্ত রোগীর ১০৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৭ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে শনিবার দৈনিক শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৩৮ শতাংশ। যার ১৮ দশমিক শূন্য ৮৩ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক ৯৪ শতাংশ, হবিগঞ্জে ১৪ দশমিক ৮৮ শতাংশ ও মৌলভীবাজারে ২৭ দশমিক ১৭ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। তাদের ৮ জনই সিলেট জেলার, এছাড়া একজন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন রোগী করোনায় মারা গেছেন।
এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৯৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ৭০৮ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮ জন, একজন সুনামগঞ্জে, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩৩ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৪ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ৩৭ জন ও মৌলভীবাজারে ২৬ জন ভর্তি রয়েছেন।একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৩৩ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৯ হাজার ৯৯৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৫০৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪১৩ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৯২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫১ জন ও ওসমানী হাসপাতালে ৪৩১ জন।
এদিকে সিলেটের ৪ জেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের সকলেই সিলেট জেলায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।