স্টাফ রিপোর্টার :
নগরীতে আরও ১ হাজার ৯২৩ জনকে মহামারী করোনার ভ্যাক্সিন দেয়া হয়েছে। গতকাল শনিবার সিলেট সিটি করপোরেশনের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে মাত্র ৫ জনকে। এরমধ্যে পুরুষ ২ ও মহিলা ৩ জন। এই কেন্দ্রে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট মোট ২৯ জনকে। এদের মধ্যে পুরুষ ১৪ ও মহিলা ১৫ জন। একই কেন্দ্রে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ১১১১ জনকে। এদের মধ্যে পুরুষ ৭১০ ও মহিলা ৪০১ জন।
পুলিশ লাইন হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ১৬৮ জনকে। এদের মধ্যে পুরুষ ১৪৩ ও মহিলা ২৫ জন। এছাড়ার নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬১০ জনকে। এদের মধ্যে পুরুষ ৩৩০ ও মহিলা ২৮০ জন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ রবিবার সকাল ৯টা থেকে এ ৩ কেন্দ্রে যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।