এশিয়ান কনফ্লুয়েন্স এর প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

30

গত ৮ মে মঙ্গলবার চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দের সাথে এশিয়ার কনফ্লুয়েন্স এর প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন। সভায় এশিয়ান কনফ্লুয়েন্স এর ফেলো শ্রীরাধা দত্ত বলেন, এশিয়ান কনফ্লুয়েন্স ভারত ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে কাজ করে থাকে। বিশেষ করে এ অঞ্চলের অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করে থাকে। তিনি বলেন, এশিয়ান কনফ্লুয়েন্স ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলি নিয়ে প্রতিবেদন তৈরী করে প্রাদেশিক সরকারের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকারের নিকট প্রেরণ করে থাকে। তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের উন্নয়নে পণ্যের নতুনত্ব সৃষ্টি ও পরিবহন সংক্রান্ত বিষয়ে সিলেট চেম্বারের কোন প্রস্তাব থেকে থাকলে তা তুলে ধরার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান কনফ্লুয়েন্স এর ডাইরেক্টর সব্যসাচী দত্ত, সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, রিভারলাইন এক্সপোর্টার্স লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব আহমেদ, আমদানীকারক তপন চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি