টোকাই

9

মোঃ রুহুল আমিন :

আমরা টোকাই পথের মাঝে
ঘুমাই আপন মনে,
ক্ষুধার জ্বালায় অনাহারে
থাকি সকল ক্ষণে।

অন্নবিহীন কাটাই মোরা
নেইতো ভোজন মুখে,
ক্ষুধার জ্বালায় মাথা ঠুকি
থাকো তোমরা সুখে।

দিনের আলোয় কর্মের জন্য
আমরা ঘুরতে থাকি,
টোকাই বলে ডাকে সবাই
দুঃখ কোথায় রাখি।

টোকাই বলে কাগজ বোতল
কুড়ায় রাস্তার পাশে,
কেউ দেখে না আমাদেরকে
আমরা থাকি আশে।

মোদের কথা শুনতে চায় না
টোকাই বলে ডাকে,
চোখের জলে বুকটা ভাসে
বলবো কথা কাকে।

রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
ময়লা কাপড় পড়ে,
তোমরা ধনী মানুষ গুলো
থাকে সুখে…. ঘরে।

আমায় দেখে মুখ লুকিয়ে
যায় যে সবাই চলে,
টোকাই বলে ঘৃণা ভরে
কটু কথা….. বলে।

জন্ম হলো মায়ের গর্ভে
টোকাই হলাম কিসে,
জন্মটাই যে আজন্ম পাপ
মরছি অনল বিষে।