ফিঙে পাখি আগস্ট ১৪, ২০২১ 7 Facebook Twitter Pinterest WhatsApp শিমন রহমান : কালো রঙের ফিঙে পাখির বন্ধু হলো মেষ, পিঠে চড়ে হেলে দুলে ধরেন রাজার বেশ। ঘাসের ভিতর ঘাসের পোকা যেই না লম্ফ নেয়, সেই টা তখন ধরে নিয়ে পেটে পুরে দেয়। এই না ভাবে কাটে পাখির সকাল দূপুর সাঁজ, তাই তো কবি ভেবে বলেন ফিঙে পাখির রাজ।