স্টাফ রিপোর্টার :
নগরী থেকে চোলাই মদ ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বুধবার রাতে কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা থানার কায়েস্ত রাইল মাইজবাগ গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র মো: আব্দুল কাইয়ুম (৩০), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভাদেরা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র বর্তমানো সিলেট নগরীর টিবি গেইট মোল্লার কলোনীর বাসিন্দা রহমত উল্লাহ (৪০) ও নগরীর কোতোয়ালী থানার টিবি গেইট আকবর মিয়ার কলোনীর বাসিন্দা মৃত সিরাজ মিয়ার পুত্র মন্টু মিয়া (৫৫)।
কোতোয়ালী থানা: বুধবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর পুরাতন বিল্ডিং এর ২য় তলার ১ম রুমের ভিতর খোকন লালের বাসায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০৪ লিটার চোলাই মদ, ১.৭ গ্রাম হিরোইন উদ্ধার ও জব্দ করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪(খ)/২৫/৮ক ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ এসএমপি-সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানা: বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানার দলদলি চা বাগান মাঠ লাইন সাকিনস্থ জনৈক নিপেন দাশ এর বসত ঘরের পশ্চিম পাশর্^স্থ কাঁচা ঘরের ভিতর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রহমত উল্লাহ ও মন্টু মিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার চেলাই মদ উদ্ধার ও জব্দ করে র্যাব। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪ (খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীদ্বয়ও জব্দকৃত আলামত সমূহসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।