সততা

139

সৌমেন দেবনাথ

কষ্টে কাটে জীবন যতই
খাই খেটে খাই হালাল,
লোভের বশে মাঝে মাঝে
হারিয়ে ফেলি তাল।

জীবন বা আর ক দিনেরই
বাঁচতে করি যুদ্ধ,
সুযোগ পাই না তাই তো ভদ্র
হওয়া কষ্ট শুদ্ধ।

রোদে জলে খাটি ভর্দিন
তবু পাতি না হাত,
তোমার টাকায় মরচে ধরে
কমাও না আত্মসাৎ।

আমায় যত করো ঘৃণা
নই যে তাতে কাবু,
হিসাব তোমার দিতেই হবে
ওহে পোশাক বাবু।