দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে সদর ইউনিয়নে এক অসহায় পরিবারের জমি জোরপূর্বক দলখ করে সেখানে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। পূর্ব বিরোধের জেরে ধরে অসহায় শেতাংগীনি দাসের বসতবাড়ি আঙ্গিনার পশ্চিম উত্তর পাশে প্রতিপক্ষ রতন দাস দখল করে নিয়েছেন এবং ওই জমিতে মাটি কেটে ড্রেন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়ে ভুক্তভোগী সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন কুমার দাসের স্ত্রী শেতাংগীনি দাস দোয়ারাবাজার থানায় একই গ্রামের হিরা লাল দাসের ছেলে রতন লাল দাস সহ ৭জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায় রতন লাল দাস এর বসতবাড়ি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য শেতাংগীনি দাসেন বাড়ির পশ্চিম উত্তর পাশে খালি জায়গার মধ্যে দিয়ে শেতাংগীনি দাসকে না জানিয়ে ড্রেন নির্মাণ করেছেন এবং বাড়ির উত্তর দিগে আরো একটি ড্রেন করেছেন। শেতাংগীনি দাসের জমিতে দুইটি ড্রেন নির্মাণের করায় বৃষ্টির পানির স্রোতে জায়গা ভেঙ্গে যাচ্ছে এবং রতন লালের জায়গায় ড্রেন নির্মাণের কথা বলে রতন লাল দাস আমাকে ও আমার মেয়েকে প্রান নাশের হুমকি দেয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন আনুক ব্যবস্থ গ্রহণ করা হবে।