জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন

0

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এ নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস- ২০২৪ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেসিপিএসসি’র অডিটোরিয়ামে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাওহিদুল ইসলাম শিমুল।
দশম শ্রেণির শিক্ষার্থী মো: রিদওয়ানুল হক ও অদ্রিজা সাহা রাই এর যৌথ সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কৌস্তুভ পাল কংকন, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ ও সম্মাননীয় সেনাপ্রধানের বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী ইশমাম সামাদ হক। দেশমাতৃকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদান ও ভ‚মিকার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি বিভিন্ন প্রতিযোগিতার স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর তত্ত¡াবধানে অনুষ্ঠানের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক রাহাত জাহান। বিজ্ঞপ্তি