দীর্ঘদিন বন্ধ থাকার পর তাহিরপুর সীমান্ত দিয়ে ফের চুনাপাথর আমদানি শুরু

5

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়ছড়া ও বাগলী শুল্ক স্টেশন দিয়ে মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চুনাপাথর আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই শুল্কষ্টেশস দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। বড়ছড়া কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ২২টি ট্রাক দিয়ে ২৫২ মে. টন এবং বাগলী দিয়ে ১১টি ট্রাক দিয়ে ১৩২ মে. টন চুনাপাথর বাংলাদেশে প্রবেশ করলে এখানকার ব্যবসায়ীরা চুনাপাথরগুলো গ্রহণ করে।
প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি জটিল ও লকডাউনের কারণে গত ১ মে থেকে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েন এখাকার কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী সহ এর সঙ্গে জড়িত শ্রমিকরা।