কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করায় ৩১টি মামলায় ৬হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার(২৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমলগঞ্জের উপজেলা সদর, মুন্সিবাজার ও শমসেরনগর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হক।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানকালে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ৩১টি মামলায় ৬ হাজার ৬শত টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হক জানান সরকারি নির্দেশনা কার্যকর করতে কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যহত থাকবে।