স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে শারদীয় দুর্গা পূজা ——— মেয়র আরিফুল হক হক

10
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন মন্ডপের পুরোহিতদের কাছে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ডপে মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুরে নগর ভবনে আয়োজিত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণী অনুষ্ঠানে মেয়র বলেন, পূজা মন্ডপের জনসামগম এলাকায় নিয়মিতভাবে জীবাণুনাশক ছিটানো হবে। পরিষ্কার পরিচ্ছন্নতায় সিসিকের বিশেষ টিম মাঠে কাজ করবে।
শারিরিক অসুস্থতার কারণে সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানে সিসিকের করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মেয়র বলেন, ভার্চুয়ালি অঞ্জলি প্রদানের আয়োজন করা হলে লজিস্টিক সাপোর্ট দেবে সিসিক।
তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। পুণ্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। তাই নিবিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা পালনে নগরবাসির সহযোগিতা কামনা করেন।
সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা পালনের নগরবাসির সহযোগিতা কামনা করা হয়। নির্দেশনা অনুযায়ী এবার ধর্মীয় ভাবগাম্ভির্যতা বজায় রেখে পূজার আনুষ্ঠানিকতা সিমিত আকারে পালন এবং প্রতিমা বিসর্জনের র‌্যালি না করার সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধও জানানো হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী চন্দ্রনাথানন্দ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোগি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি সৃব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, আনসার, ফায়ার সাভির্স, মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এতে উপস্থিত সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা আনম মনছুফ, এসেসর চন্দন দাশ, সিলেট নগরীর বিভিন্ন মন্দির ও আশ্রমের প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি