রাজীব হাসান :
রিমঝিম বৃষ্টি পড়ছে দেখো
ঝুপঝাপ টিনের চালে
নুপুরের ছন্দে মন নাচিয়ে
দোলে তালে তালে।
মাঝে মাঝে মেঘের দেশে
হারিয়ে যায় বেলা
আকাশ হতে জল-পরীরা
নেচে করে খেলা।
রিমঝিম ধারায় যাচ্ছে ভেসে
পুকুর ডোবা জলে
প্রবল ধারার স্রোতটা এসে
ডুবায় সবটা তলে।