বরষার প্রকৃতি

20

শেখ একেএম জাকারিয়া :

সারাদিন রিমঝিম
একটানা ঝরে যে
জলপড়ে মাঠ-ঘাট
খুব করে ভরে যে
সেই হলো বৃষ্টি।

আরামে সময় কাটে
অলস সময় যে
ঝিরিঝিরি বায়ু এসে
কী দারুণ বয় যে
অভিনব সৃষ্টি।

ঝড় বায়ু মাঝে মাঝে
লাগে মনে ভয় যে
বৃষ্টিতে ভেজে কেহ
দুখকথা কয় যে
কী দুখের দৃষ্টি!

বরষায় প্রকৃতি
হয়ে ওঠে চঞ্চল
ডুবে যায় পথঘাট
আর নিচু অঞ্চল
ন্যাচারাল কৃষ্টি।

শাখে শাখে ফোটে ফুল
কদম আর কেয়া যে
ডেকে ওঠে মাঝে মাঝে
দূরাকাশে দেয়া যে
নয় এটা হিষ্ট্রি!

বরষার আগমনে
কারো মুখে হাসি যে
কেউ বা বাজায় দেখি
দুখের ওই বাঁশি যে
এই হলো বৃষ্টি।