হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় এফআইভিডিবি’র উদ্যোগে ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ক্লাসিকেল কমিউনিটি সেন্টারে স্থানীয় কৃষকদের নিয়ে জিংক ধান (ব্রি ধান ৮৪) এর প্রদর্শনী শীর্ষক কৃষক কর্মশালার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবী র”হুল হাসান এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম টিপু’র উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের উপ-পরিচালক কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী, এফআইভিডিবি’র কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারা বেগম, এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব। বিজ্ঞপ্তি