কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হোসেন এইচটি ইমাম। সোমবার সিলেট নগরীর রিকাবীবাজারে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)’ এর সহযোগিতায় এ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এক তরুণের প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ‘তারেক রহমানের ব্যাপারে আমাদের উত্তর অত্যন্ত সুস্পষ্ট। তারেক একজন সাজাপ্রাপ্ত অপরাধী। অনেকগুলো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। একুশে আগষ্ট গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, মানি লন্ডারিংয়ের মামলায় তারেক আসামি। একুশে আগস্টের ঘটনায় তারেক পরিকল্পনাকারী। এ মামলার বিচার এখনও পুরোপুরি শেষ হয়নি। ফলে এ মামলায় তারেকের প্রাণদন্ডও হতে পারে। এটি বিচারাধীন মামলা, তাই আমি আবারও বলছি, প্রাণদ- হতে পারে।’ তিনি বলেন, ‘তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। কিন্তু কোন না কোনভাবে কিংবা টাকা দিয়েই হোক, সে আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ব্রিটিশ সরকার যদি তাকে আমাদের হাতে তুলে দেয়, তবে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসীকে আমরা ধরতে পারব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহাগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।