আব্দুল্লাহ আল তুহিন
নিজের প্রাণ ত্যাগের ফলে
রেখেছে দেশের মান,
দু:খী মায়ের মুখে হাসি
শহিদ ছেলের দান।
গাছের শাখায় নতুন পাতা
ফুলে পাপড়ি ফুটে,
আশার রবি হার মানেনি
ভোরটা হলেই উঠে।
ওরা ছিলেন বীর সৈনিক
বাংলা মায়ের আশা,
বিশ্ব দেখেছে জীবণ দিতে
স্বাধীন হয়েছে ভাষা।
ফেব্রুয়ারির রক্ত মাখা
একুশের সেই দিন,
বাংলা ভাষা মুক্ত হয়েছে
ওদের কাছে ঋণ।