সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়েছেন। আমি এমপি পদবীর জন্য নির্বাচনে দাড়াইনি। আমি নির্বাচিত হয়ে এলাকার মানুষের চাহিদা যদি পূরন করতে পারি তাহলেই আমার রাজনৈতিক জীবনের সফলতা আসবে। নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আমাকে এ আসনের জনগণ আগামী ২৮ জুলাই নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক ছানুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ রইছ আলী, উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ্জাক হুসেন, বীর মুক্তিযুদ্ধা হাজী রফিক উদ্দিন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌস মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, রায়হান হোসেন, রাহাত হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, মহিলা মেম্বার মাহমুদা ইসলাম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাহেদ আহমদ, সোহরাব হোসেন, তুহিন, রাজন, টিপু প্রমুখ।
শুর”তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত।
এদিকে অনুষ্ঠানে সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবকে একজিল পবিত্র কোরআন শরিফ উপহার দেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। বিজ্ঞপ্তি