হাজী ছফিনা বিবি হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার হিফজ ছাত্রদের সম্মাননা প্রদান

8
হাজী ছফিনা বিবি হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার ২০২১ সালের হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মাননা প্রদান করছেন প্রধান অতিথি হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ হাফিজ মাওলানা আসজাদ আহমদ বলেছেন, মানব জাতির শ্রেষ্ঠ বাণী কোরআন শিক্ষায় যারা গ্রহণ করেছেন। যুগ যুগ ধরে কোরআনের হাফিজরা সম্মানিত হয়েছেন। তাদেরকে আমরা সবাই দ্বীন আমলে কাজে লাগানোর আহবান জানান।
তিনি শনিবার ( ১২) জুন দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের পশ্চিম ধরাধরপুরস্ত হাজী ছফিনা বিবি হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার উদ্যোগে ২০২১ সালের হিফজ ছাত্রদের সমাপনী উপলক্ষে সম্মানানা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মুরব্বী ছৈইদ আলী’র সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফিজ রাসেল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জন আবু বকর শাওন, জামেয়া কোরআনিয়া সিলাম মাদ্রাসার মহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, বিশিষ্ট মুরুব্বি সুরুক আহমদ চৌধুরী, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা গোলম কিবরিয়া, মুরব্বী ছিকন মিয়া।
উপস্থিত ছিলেন মুরব্বী কালা মিয়া, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আলী আহমদ, ফয়ছল মিয়া, সামছু মিয়া, দিলোয়ার হোসেন মজনু, জিলুর রহমান ছাদিক, মাসুম মিয়া, সৌরভ আহমদ টিপু, সংগঠক ফখরুল ইসলাম, রিপন মিয়া, সুমন মিয়া, মুহিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি