কাজির বাজার ডেস্ক
গাজীপুরের পর এবার রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন দেওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের দুইজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা সম্পর্কে মা-ছেলে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ছুটে দিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাকিবুল হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। ট্রেনের কয়েকজন যাত্রী বলেন, মোট তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা ট্রেনটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।