জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ৩ দিন ব্যাপী যুবদের আইসিটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ৯ জুন বুধবার থেকে জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল হাই। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, প্রশিক্ষক উপজেলা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, প্রশিক্ষক উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।