স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে খেললেও ইউরোপ সেরার আসরে বারবার খাবি খাওয়াই যেন ম্যানচেস্টার সিটির নিয়তিতে পরিণত হয়েছে।
সবশেষ চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ম্যান সিটি। শনিবার রাতে শেষ আটের ম্যাচে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে। এমন পরাজয়ের পর নতুন মৌসুমে সাফল্যের আশায় এখন থেকেই উন্মুখ হয়ে গেছে ক্লাবটি।
তাই যেকোনো মূল্যে বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিজেদের দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি।
বেশ আগে থেকেই গুঞ্জন এ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন লিওনেল মেসি। কিন্তু এতোদিন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ বলে আসছিলেন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত কাতালানদের হয়েই খেলবেন তিনি। এরইমধ্যে গত শুক্রবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে বায়ার্নের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় ঘণ্টা বাজে কাতালানদের। যে কারণে দলটির আমল পরিবর্তনের কথা উঠেছে। আর তাই মেসিকে দলে ভেড়ানোর আশা করছে ম্যানচেস্টার সিটি।
শনিবার লিঁওয়ের কাছে হেরে এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। মূলত এরপর নতুন মৌসুমে সাফল্যের আশায় এখন থেকেই উন্মুখ হয়েছে ক্লাবটি। তাই যেকোনো মূল্যে বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে নিতে চায় ক্লাবটি। এমনটায় জানিয়েছে, দ্য মিরর।
বার্সেলোনা মেসিকে ছাড়তে রাজি হলে যেকোনো কিছুর বিনিময়ে দলে ভেড়াতে চায় সিটি। এজন্য ক্লাবটি গুনতে চায় মেসির বাই আউট ক্লজ ৭০১ মিলিয়ন ইউরো বা ৭ হাজার ৪৭ কোটি টাকার বেশি। বার্সেলোনাকে এই অর্থ পরিশোধ করতে হবে যেকোনো ক্লাবকে। তবে বার্সেলোনার সঙ্গে সরাসরি চুক্তি করলে আরও কম খরচেই মেসিকে দলে নিতে পারে তারা। তার আগে অবশ্যই মেসিকে ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে বার্সেলোনাকে।