রোমানুর রোমান :
হাড়িভাঙ্গা আম বাংলাদেশের
একটি বিখ্যাত ও সুস্বাদু আম,
রঙে রসে রংপুর- মিষ্টি
আমের
মিঠাপুকুর- আছে সুনাম।
হাড়িভাঙ্গা আম বাংলাদেশের
আঁশ বিহীন সুমিষ্ট এক আম,
স্বাদে গন্ধে অতুলনীয়
শুরুতে ছিলো মালদিয়া নাম।
গোড়াপত্তন করেছিলেন প্রথম
নফল উদ্দিন পাইকার,
সে ছিলো খোড়াগাছ ইউনিয়ন-
বৃক্ষবিলাসী মন যার।
হাড়িভাঙ্গা আম মাংসালো
সুঠাম গোলাকার ও লম্বা,
উপরিভাগ মোটা চওড়া
চেহারায় কী আছে কম বা?
আকারে ওজনে বেশি
গড় তিনটেয় একহাজার গ্রাম,
প্রতিটা পাঁচ- সাতশোও হয়
সে যে দোআঁশ মাটির আম।
হাড়িভাঙ্গা আম রাতকানা
অন্ধত্ব প্রতিরোধ মহৌষধ,
ভিটামিন ‘এ’ ‘সি’- ক্যারোটিন
ক্যালোরি অপূর্ণতা করে রোধ।
হাড়িভাঙ্গা আম গাছ সুন্দর
ডগা বিস্তৃত বলিষ্ঠ,
হাড়িভাঙ্গা আম খেতে হয়
বিষমুক্ত ও পরিপুষ্ট।