জগন্নাথপুরে বন্যার পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে অবশেষে বন্যার পানি কমতে শুরু করেছে। এতে পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
১৯ জুলাই শুক্রবার থেকে বন্যার পানি কমতে শুরু করে। প্রথম দিনেই প্রায় ২ ইঞ্চি পানি কমেছে বলে পানিবন্দি লোকজন জানান। তবে এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক পানির নিচে থাকায় যানবাহন চলাচল করছে না। এতে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যে ভবেরবাজার-সৈয়দপুর সড়কটি পানির নিচে রয়েছে। যে কারণে স্থানীয়রা নৌকাযাগে চলাচল করছেন। এছাড়া পানি কমলেও জগন্নাথপুর-সিলেট সড়কে বড় বড় গর্ত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কোন রকমে যানবাহন চলাচল করছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে বলে ভুক্তভোগীরা জানান।