স্টাফ রিপোর্টার
শহরতলীর ধোপাগুল এলাকা থেকে ২ লাখ ৪৮ হাজার ১৬০ টাকা দামের ৪৪ বস্তা ভারতীয় তৈরি চোরাই চিনি ও একটি মিনি ট্রাক জব্দ করেছে এসএমপি গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, এসএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় সোমবার রাত সোয়া ১২ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-২ টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চলাচলকারী গাড়ি তল্লাশী কার্যক্রম করাকালে একটি মিনি ট্রাক ঢাকা মেট্রো ন- ১২-৬৪২৯ কে থামানোর জন্য সংকেত দেয়। এ সময় মিনি ট্রাক চালক গাড়ী না থামিয়ে দ্রæত গতিতে গাড়ি চালিয়ে এসএমপি এয়ারপোর্ট থানার উমদারপাড়া সাকিনে উমদারপাড়া আবাসিক এলাকার প্রবেশ গেইটের সামনে কোম্পানীগঞ্জ সিলেট পাকা রাস্তার উপর গাড়িটি দাড় করে গাড়িতে থাকা অজ্ঞাতনামা চালক ও তার একজন অজ্ঞাতনামা সহযোগী আসামী গাড়ি হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ প্লাস্টিকের বস্তায় ৪৪ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করে। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৮ হাজার ১৬০ টাকা। উক্ত ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক যার নাম্বার প্লেইট রেজিষ্ট্রেশ নং- ঢাকা মেট্রো ন- ১২-৬৪২৯ লেখা আছে জব্দ করাও হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এয়ারর্পোট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।