কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে ৫ মাসের অন্ত:সত্ত্বা এক মহিলার রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। থানা পুলিশ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় অন্তসত্ত্বা এই নারীর লাশ উদ্ধার করেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন ৯ মাস পূর্বে কানাইঘাট সদর ইউনিয়নের রাধানগর গ্রামের তোতা মিয়ার মেয়ে তামান্না বেগম (১৯) এর বিয়ে হয় একই উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী দাওয়াধারী গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র মুদি ব্যবসায়ী জুনেদ আহমদের সাথে। বিয়ের ৩/৪ মাস পেরিয়ে যাওয়ার পর পারিবারিক কলহের জের ধরে তামান্নাকে প্রায়ই তার দেবর সালেহ আহমদ মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। সম্প্রতি তামান্নার ভাসুর খালেদ আহমদ প্রবাস থেকে বাড়ীতে এসে তামান্নাকে নানা ভাবে গালিগালাজ সহ মানসিক ভাবে নির্যাতন ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। ৩/৪ দিন পূর্বে স্বামী জুনেদ আহমদের অনুপস্থিতিতে অন্ত:সত্ত্বা তামান্নাকে শারীরিক ভাবে মারপিট করার জন্য খালেদ আহমদ উদ্যত হলে প্রাণের ভয়ে তামান্না স্বামীর ঘর ছেড়ে বাড়ীর অন্য একটি ঘরে গিয়ে আশ্রয় নেয়। ভাসুর ও দেবরের নির্যাতনে বিষয়টি তামান্না তার পরিবারকে অবহিত করেন। পরে সে ভাসুরের ভয়ে স্বামীর ঘর থেকে আর বের হয়নি বলে তার স্বজনরা জানিয়েছেন। মঙ্গলবার ফজরের নামাজের পর তামান্নার স্বামী মসজিদে নামাজ পড়তে যান এবং স্ত্রীকেও নামাজ পড়ার জন্য বলেন। নামাজ থেকে চলে এসে জুনেদ আহমদ তার অন্ত:সত্ত্বা স্ত্রীকে বসত ঘরের রান্না ঘরের তীরের সাথে ওড়না পেঁচানো লাশ দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করেন। এ ঘটনার খবর পেয়ে থানার এস.আই মোঃ সাইদুর রহমান দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তামান্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন এবং নিহতের স্বামী জুনেদ আহমদকেও থানায় নিয়ে আসা হয়। তামান্নার বাবা সহ স্বজনরা জানিয়েছেন তামান্নার ভাসুর খালেদ আহমদ ও দেবর সালেহ আহমদের নির্যাতনের ঘটনা সইতে না পেরে মানসিক কারণে তাদের ৫ মাসের অন্ত:সত্ত্বা মেয়ে মারা গেছে। লাশ উদ্ধারকারী থানার এস.আই মোঃ সাইদুর রহমান জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তামান্না বেগম আত্মহত্যা করেছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাটানো হবে। এতে আত্মহত্যার পরোচনায় তামান্নার পিতা তোতা মিয়া বাদী হয়ে মেয়ের জামাই জুনেদ আহমদ ও তার ভাই খালেদ আহমদ ও সালেহ আহমদকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।