কান্দিগাঁও ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট পেশ

5
৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব মোঃ আফতাব উদ্দিনের পরিচালনায় খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
প্রস্তাবিত এই বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৯ শত ৪৫টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৯১ টাকা । উদ্ধৃত্ত ১ লক্ষ ১৫ হাজার ৯ শত ৫৪ টাকা।
৭নং ওয়ার্ড সদস্য সাইস্তা মিয়ার কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোওয়ারুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এপি’র প্রোগ্রাম অফিসার জাবির আহাম্মদ নোমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মধ্যে আব্দুল জাহির, আব্দুল মজিদ, খুশতেরা বেগম, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ কাচা মিয়া, ২নং ওয়ার্ড এর সাবেক সদস্য মনির আলী, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্র ফোরামের সভাপতি জামাল আহমদ, ওয়ার্ল্ড ভিশন এর শিশু প্রতিনিধি ফুয়াদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এপি’র প্রোগ্রাম অফিসার প্রণয় এস পালমা, বীর মুক্তিযুদ্ধা আমির আলী, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৩নং ওয়ার্ড সদস্য ছৈল আলী, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ১,২, ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত সদস্য আংগুরা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত সদস্য রুমা আক্তার, ৬নং ওয়ার্ড এর সাবেক সদস্য জমসেদ আলী, খালেদ আহমদ, মুরব্বী আব্দুল হক, উস্তার আলী, নূরুল ইসলাম প্রমুখ।
বাজেট পেশ অনুষ্ঠানে জন্ম, মৃত্যু নিবন্ধন জটিলতা নিরসনে সরকারের ঊর্ধ্বতন দপ্তরের কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি