নেছার আহমদ নেছার
তোমাদেরকে মনে পড়ে
বাংলাদেশের কোন কোকিলের গানে
পদ্মা মেঘনা সুরমা যমুনার কলতানে.
তোমাদেরকে মনে পড়ে।
কোন ঝাউ শাখায় ছোট পাখিদের মেলায়
তোমাদের শূন্যতায় উৎকন্ঠিত হৃদয়ে
হয়তো বা শহরে বন্দরে, জনতার কোলাহলে,
তোমাদের শূন্যতায় বিষন্ন হৃদয়ে
তোমাদেরকে মনে পড়ে।
কোন সকরুন গানের সুরে,
কোন মিষ্টি কন্ঠের দেশাত্মবোধক গানে
কোন কবিতার চত্বরে কবির অনুভুতিতে
আত্মত্যাগের শোকার্ত প্রাণে
তোমাদেরকে মনে পড়ে।
কোন ছোট্ট প্রাণের উচ্চারণে স্বদেশের স্মৃতিময় জীবনে
অজ¯্র ভাবনাগুলো আকুল করে তোমাদের জন্যে,
সর্বনাশা ৫২ এর নিদারুণ আত্মত্যাগের স্মৃতি
আমার ভাই হারানো বিয়োগ ব্যথা শূন্যতার জ্বালায়।
আজ হাজারও সমস্যার মুত জীর্ণতায়
আমার স্বাধীন স্বদেশ জাতির অনেক স্বপ্ন প্রেরণায়
ছুটেছে পায় পায় প্রতিষ্ঠার অনাগত জীবনে
তোমাদেরকে মনে পড়ে।
আমার ঔৎসুক্য প্রাণের মৃদু পথ চলায়
স্বদেশ প্রীতির আকুলতায়,
তোমাদের শূন্যতায় নিদারুণ হাহাকারে
তোমাদেরকে মনে পড়ে।