জিল্লুর রহমান পাটোয়ারী
রাঙা বৈশাখ রাঙিয়ে দিলো,
বাংঙালিদের মাঝে –
পুরাতন ছেড়ে নতুনের হাল,
নতুন নতুন সাজে।
বরন মালা সাজায় ডালায়,
আসলো নতুন দিন –
দিগন্তে আজ নতুন দিনের,
বাজলো সুখের বীণ।
হাসছে বসে গাছে গাছে,
হাজার পাখির দল –
রাঙা বৈশাখ রাঙিয়ে দিলো,
বইছে খুশির ঢল।
নতুন বছর শুরু হলো,
এলো বৈশাখ মাস –
সুখ দুঃখে বাঙালির বাস,
আনন্দ আর উল্লাস।