স্টাফ রিপোর্টার :
সাধারণত ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। তবে এবার করোনা সংকটের কারণে খোলা মাঠে বা ঈদগাহে নামাজ বন্ধ থাকায় এবারও সিলেটের কোনো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে পাড়া মহল্লার মসজিদে নামাজ আদায় করা হবে।
বিভাগীয় নগরী সিলেটে এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরগাহ মসজিদের খতীব মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।
নগরীতে মসজিদের সংখ্যা ১৭৫টি। এর মধ্যে বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে ৩টি ঈদ জামাত। এগুলো হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের একটি জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আম্বরখানা জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়।
তবে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) থাকায় এবার প্রতিটি জামাতে মুসল্লীরা সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াতে শরিক হওয়ার জন্য সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন।