আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকের পল্লীতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পাবেল মিয়া (২০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থার তার মৃত্যু হয়। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামের ফারুক আলীর পুত্র। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে খাস পতিত ভুমি দখলকে কেন্দ্র করে ছোট মায়েরকুল গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছ ও জসিম উদ্দিন পক্ষদ্বয়ের সংঘর্ষের ঘটনায় মহিলাসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত পাবেল মিয়া (২০), জমসিদ আলী (৫০), হেলাল আহমদ (২৫), ময়না মিয়া (৩২), মিলন আহমদ (২৮), আলেয়া বেগম (৫২) ও নেছা বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থান পাবেল মিয়ার মৃত্যু ঘটে। এদিকে পাবেলের মৃত্যু সংবাদে এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার সকালে ছোট মায়েরকুল গ্রামের মন্তাজ আলীর পুত্র জাকির হোসেন (২৮), আব্দুন নূরের পুত্র আলী নূর (১৭) ও আব্দুল কাদিরের পুত্র হাবিব মিয়া (২০) কে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল।