স্টাফ রিপোর্টার :
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসাম রাজ্যের গোয়াহাটির ১৪০ কিলোমিটার দূরে তেজপুরের সনিতপুর অঞ্চলে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেট অঞ্চলে ২৫ সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থলে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার। সকালে ভূকম্পনের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ি ছেড়ে খোলা স্থানে বের হয়ে আসেন। ভূমিকম্পে ভারতের আসামের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে ফাটল ও ঘরবাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে। তবে সিলেটে কোন ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।