মাধবপুর থেকে সংবাদদাতা :
সরকার ঘোষিত লকডাউনের ২য় ধাপের গতকাল প্রথম দিন। মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকার এক সপ্তাহ ব্যাপী প্রজ্ঞাপন জারি করে লকডাউন ঘোষণা করছে। সরকার ঘোষিত লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছিল উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ এপ্রিল) মাধবপুর বাজারে বেলা সাড়ে ১১টায় লকডাউন কার্যকর করার পাশাপাশি জনগণকে সচেতন করা হয় এবং ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এ সময় সরকারি নির্দেশনা না মানায় মোবাইল কোর্টে ৫টি মামলায় ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
এসময় সাথে ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম, বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি।
এই সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান এবং সরকারের নির্দেশনা পালন করতে সকলকে অবহিত করেন। নিজের এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে অকারণে বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকতে বললেন।