নবীগঞ্জে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

15

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে শহরের বিভিন্ন সড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মোমিন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ জাহাঙ্গীর মিয়া ও অফিস সহায়ক পলাশ চন্দ্র দাশ প্রমুখ।
অভিযানে মাস্ক না পরার অপরাধে ৬ জন পথচারীকে ২০০ টাকা করে ১২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও সরকারি স্বাস্থ্য বিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে আরও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মোমিন জানান, জনগণের মধ্যে মাক্স না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য জরিমানা করা নয়,মানুষকে মাস্ক পড়ায় সচেতনতা বৃদ্ধি করা। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আমাদের এই অভিযান আব্যহত থাকবে।