স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই দিল্লী ক্যাপিটালসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। আর এই ওই ম্যাচেই স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনির।
পুরো ২০ ওভার বোলিং করতে হয়নি চেন্নাইকে। মাত্র ১৮.৪ ওভার বোলিং করে ওভার রেট নিয়ন্ত্রণ করতে পারেনি ধোনির দল।
মৌসুমে চেন্নাইয়ের এটি প্রথম অপরাধ হওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএলের কোড অব কন্ডাক্ট মোতাবেক অধিনায়ক ধোনিকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপির জরিমানা।
এদিন ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় ৭ রানের মাথায় দুই ওপেনারকে হারায় তিনবারের চ্যাম্পিয়নরা। তবে চাপ সামলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায় মঈন আলি এবং সুরেশ রায়না।
২৪ বলে ৩৬ রান করে আউট হন মঈন। আর রায়না তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। আউট হওয়ার পূর্বে ৩৬ বলে ৫৪ রান করেন রায়না।
এরপর আম্বাতি রাইডু, রবিন্দ্রো জাদেজা এবং স্যাম কারেনরা মিলে শেষের দায়িত্বটুকু ঠিকভাবেই সম্পন্ন করেন। ১৬ বলে ২৩ রানে রাইডু এবং ১৫ বলে ৩৪ রান তুলে আউট হন কারেন। আর জাদেজা অপরাজিত থাকেন ১৭ বলে ২৬ রান করে।
জবাবে দুই ওপেনার পৃথ্বি শ ও শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ের ৮ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে দিল্লি। পৃথ্বি ৩৮ বলে ৭২ ও ধাওয়ান ৫৪ বলে খেলেছেন ৮৫ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে মাত্র ১৩.৩ ওভারে ১৩৮ রান পায় দিল্লি।
এছাড়া মার্কো স্টোনিস ৯ বলে ১৪ রানে আউট হন। আর ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রিশাব পান্ত।