কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী দনা বাজারে সরকারী খাস খতিয়ানের জায়গায় রাতের আঁধারে অবৈধ ভাবে ৫টি টিন সেটের দোকান ঘর নির্মাণের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন দনা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মোশাহিদ আলী। গত ২৬ আগষ্ট লিখিত অভিযোগে মোশাহিদ আলী উল্লেখ করেছেন লগডাউনের সময় ৮/৯ মাস পূর্বে দানা বাজারে সরকারী জয়গার উপর রাতের আধারে বাজারে মাছ ব্যাবসায়ী স্থানীয় এরালগুল গ্রামের আব্দুল বারির পুত্র আব্দুর রব, বটই মিয়ার পুত্র মিনই, সমছু মিয়ার পুত্র আব্দুল হামিদ, আব্দুল কাদিরের পুত্র ইব্রাহীম ও একই গ্রামের রফিক, আব্দুল আলিম ৫টি টিন সেটের ঘর নির্মাণ করে। শেষ সময় বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উল্লেখিত বিবাদীগণকে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণে বাধা নিষেধ দিলেও তারা মানেননি, এমন কি ব্যাবসায়ী নেতৃবৃন্দের হুমকি দেয় তারা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যবসায়ীরা একটি লিখিত দরখাস্ত দেওয়ার পরও বিবাদীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে বর্তমানে তারা অবৈধ ভাবে নির্মিত দোকান ঘরে ব্যবসা চালাইয়া আসিতেছে। যার কারণে বাজারের সৌন্দর্য নষ্ট সহ বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। এমবস্থায় অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ সহ বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগের বাদী ব্যবসায়ী মোশাহিদ আলী।