সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ২টন অবৈধ কয়লা আটক করা হয়েছে। যার মূল্য ১২ হাজার টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার ভোররাতে চাঁরাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের চোরাচালানী নজরুল মিয়া, মঞ্জিল মিয়া, আব্দুল আলী, বিজিবি সোর্স পরিচয়ধারী জয়নাল মিয়া, তার ভাই সাংবাদিক পরিচয়ধারী সাত্তার মিয়া ১১৯৬ পিলার সংলগ্ন টিলারঘাট দিয়ে চোরাইপথে ভারত থেকে বিপুল পরিমাণ কয়লা অবৈধভাবে পাচারের সময় ২ মেট্রিকটন কয়লা আটক করেন চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মহসিন। কিন্তু গত সোমবার রাত ২টায় ২টি ঠেলাগাড়িসহ আরো ২টন কয়লা আটক করলেও নায়েক সনজিত ও জয়নাল মিয়া একত্রিত হয়ে চাঁরাগাঁও ক্যাম্পের নামে উৎকোচ নিয়ে ছেড়ে দেয়। চাঁরাগাঁও ক্যাম্পে কর্মরত হাবিলদার কবির, নায়েক সনজিত ও সিপাহী কুদ্দুসের সহযোগিতায় জয়নাল ও তার ভাই সাত্তার সিন্ডিকেডের মাধ্যমে চাঁরাগাঁও সীমান্তে প্রতিদিন কয়লা পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।